মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র লীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্র লীগ। প্রথমেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এর পর পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্র লীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী, পুনর্মিলনী ও আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক মো: এমদাদুল ইসলাম ইশানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবু সৈয়দ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:আফছার আলী।
এসময় সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, পৌর ছাত্র লীগের আহবায়ক বিধান চক্রবর্তি শুভ, যুগ্ন আহবায়ক মো: রুবেল সহ ৬টি ইউনিয়নের ছাত্র লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ছাত্র লীগের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, মহিলা যুব লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা করর্মি উপস্থিত ছিলেন।