মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত (২৫ জানুয়ারী) সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে চাষীদের মাঝে উন্নত মানের পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বোচাগঞ্জ উপজেলার ১৮০ জন চাষী নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে ১ম পর্যায়ে ৪৪জন চাষীকে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করেছেন উপজেলা কৃষি অফিসার মোঃ আলা-উদ্দীন শেখ। প্রত্যেক কৃষককে ১২কেজি ২শ গ্রাম রাসায়নিক সার ও ৫০ মিলি কীটনাশক দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ভিবিশন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান শাহওনেয়াজ পারভেজ সাহান, পল্লী উন্নয়ন অফিসার মো:সেলিম,কৃষি সম্প্রসারণ অফিসার মো: আরিফ আফজাল, উপ-সহকারী (উদ্ভিদ) সংরক্ষন অফিসার মো: রাসেল মামুন সরকার, উপস্থিত ছিলেন।