মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ধানের জেলা দিনাজপুরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। কয়েক দিন আগে যে চাল ছিলো ৩৮ থেকে ৩৯ টাকা তা বর্তমান খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪২ টাকা কেজি দরে। ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়ছে খেটে খাওয়া দিনমুজুর মানুষ গুলো। ২৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে বোচাগঞ্জের সেতাবগঞ্জ চালের বাজারে ঘুরে জানা যায়, কয়েক দিন আগে অটোমিলের চালের দাম বাজারে যা ছিলো তা গড়ে প্রতিটি চালের দাম খুচরা মুল্য বাজারে বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা।
কয়েক দিন আগেও মোটা চালের দাম ছিলো কেজি প্রতি ৩৮ টাকা তা বর্তমান পাইকারী ৪০ টাকা,খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি,অটো ২৮ ছিলো ৪৩ টাকা, বর্তমান পাইকারী ৪৫ টাকা, খুচরা বাজার ৪৮ টাকা। নাজির শাল চাল ছিলো ৪২ টাকা তা বর্তমান পাইকারী ৪৩ টাকা,খুচরা দাম ৫১ টাকা। মিনিকেট চালের দাম ছিলো ৪৭ তা বর্তমান পাইকারী বাজারে ৪৮ টাকা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫২ টাকা, স্বম্পা কাটারি ছিলো ৪৭ বর্তমান পাইকারী ৪৮ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজি দরে।
সেতাবঞ্জ বাজারে চাল কিনতে আসা ভ্যানচালক ও খেটে খাওয়া দিনমুজুর বলেন, বাজারে চাল কিনতে এসে হিসাব মিলাতে পারছি না। দিনদিন বেরেই চলছে আগে যে দামে চাল কিনেছিলাম আজ দেখি সেই চাল প্রতি কেজিতেই ৪ থেকে ৫ টাকা বেশি। বাড়িতে ৬ জন খানেয়ালা, প্রতিদিন তিন কেজি চাল লাগে। এভাবে যদি চালের দাম বাড়তে থাকে তাহলে কিভাবে সংসারের চাহিদা মেটাব হামারা বাহে।