মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত গ্রাম বংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় উত্তর কৃষ্ণপুর যুব সংঘ ৪২-৩২ পয়েন্টে মহেশাইলকে হারিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কৃষ্ণপুর গ্রামে উক্ত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউপি সদস্য মো: রিয়াজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো: আশরাফ আলী তুহিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো: নবাব জাকির হোসেন। উত্তর কৃষ্ণপুর গ্রামের মো: রনি ইসলাম, মো: ফাহিম ফায়সাল, মো: শামিম, মো: জিয়া সহ কয়েকজন ক্রীড়া উদ্যম্মোনা যুবকদের উদ্যোগে ফাইনাল খেলায় কয়েক হাজার দর্শক সমাগম ঘটে।
গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া হা-ডু-ডু খেলাকে আবারো দর্শকের সামনে নিয়ে আসার ফলে এলাকার ক্রীড়ামোদি মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উক্ত টুর্ণামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করেন।প্রতিটি খেলায় ব্যাপক দর্শক সমাগম ঘটায় আগামী বছরও হা-ডু-ডু খেলার আয়োজন করার ইচ্ছা পোষন করেন আয়োজন কমিটির নেতৃবৃন্দ রিপোর্ট সাংবাদিক মো:লতিফুল ইসলাম ফুল।