মো:লতিফুল ইসলাম(ফুল), বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির হলরুমে বোচাগঞ্জ সিডিপির আয়োজনে ২১টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতির অংশ গ্রহনে অংশ গ্রহন মুলক স্কুল পর্যবেক্ষণ (পিএমএস) সভা করা হয়।
১৭ নভেম্বর মঙ্গলবার সকালে ১১টায় বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং ইনর্টান প্রোগাম বোচাগঞ্জ সিডিপি সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো: নাজিমউদ্দীন, সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়,হাজি তফাজ্জল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি অধ্যক্ষ আমিনুল হক, বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বানু, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মো:লতিফুল ইসলাম (ফুল), সাংবাদিক রেজনুল হক রেজু, প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে এসএমসির ভূমিকা, শিক্ষক ও দূর্যোগকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং কোভিড-১৯ এবং ন্বুল পরিচালনা সম্পর্কে বিশেষ বার্তা, মাস্ক পরিধান নিশ্চিত করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এ সভায় সাধারন স্কুল থেকে কিভাবে নিজ প্রতিষ্ঠান কে মডেল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা যায় এ বিষয়ে একটি ক্লিপ প্রদর্শন করা হয়। সহকারী ম্যানেজার প্রোগাম মো: কালামউদ্দীন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।