মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের ২জন বখাটে যুবক কর্তৃক পীরগঞ্জ থানার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের সূর্যপুর গ্রামের এক কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে অাপলোড ও মোবাইলে ম্যাসেজ দিয়ে মেয়েটিকে উক্তত্য করার ঘটনায় তাঁর পিতা বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ছেলে পক্ষের লোকজন মরিয়া হয়ে উঠেছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। বোচাগঞ্জ থানার এস, আই আলোন চন্দ্র রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, প্রকৃত দোষী দের অাইনের অাওতায় অানা হবে।