মোঃ লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বোচাগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে ৭ অক্টোবর বুধবার সন্ধা ৬ টায় আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। সারাদেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান, সেতাবগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক বিধান চক্রবর্তী শুভ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।