মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে সারদেশের ন্যায় দিনাজপুরসহ বোচাগঞ্জেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গত ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এক বিশাল বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (৩০ডিসেম্বর) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে বিজয় র্যালীবের হয় সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফছার আলী, সহ-সভাপতি ও পৌর মেয়র মো: আব্দুস সবুর, মো: জাফরুল্লহ্,মো: শাহ্ নওয়াজ, যুগ্ন সম্পাদক আবু তাহের মো: মামুন, শামীম আজাদ, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক এম বিল্লাহ্ জুয়েল, সহ বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ,যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।