মো: লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে এক অটোরিক্সা (ইজিবাইক) চালকের হাত-পা বেঁধে অটো ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রামের ইউনুছ আলীর ছেলে গাঠুমিয়া (৪০) শনিবার সন্ধায় বকুলতলা থেকে লক্ষীপুর ভাড়া নিয়ে পথে নির্জন এলাকায় নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো গাঠু মিয়া অটো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে রাত ৮টার দিকে একজন ছেলে ও বোরখা পরা একজন ৪কিমি দুরে লক্ষীপুর এলাকায় যাওয়ার জন্য তার অটোা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, বকুলতলা থেকে খোঁচাবাড়ি সড়কে সক্রিয় সংঘবদ্ধ গাড়ি ছিনতাইকারী দুর্বৃত্তরা প্রায়ই যাত্রীবেশে অটো ড্রাইভারকে অস্ত্রের ভয় দেখিয়ে অচেতন করে গাড়ি ছিনতাই করছে।