মো:লতিফুল ইসলাম (ফুল), বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে পাবলিক স্টুডেন্ট এসোসিয়েশন অব বোচাগঞ্জ (পুশাব) আয়োজিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অনলাইন এডমিশন অলিম্পিয়াড ২০২০ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অলিম্পিয়াড ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরিক্ষায় লড়তে শিক্ষার্থীদের মনোবল বাড়ানো ও দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সারাদেশেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ অটোপাশের পর বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা প্রায় সবার। তাদের সেই লক্ষ্যকে সঠিক প্রান্তে পৌছানোর জন্য পুশাব সংগঠন চেষ্টা করে যাচ্ছে। প্রায় ৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এডমিশন অলিম্পিয়াড সফলভাবে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও মানবিক এই দুই বিভাগে পরিক্ষা নিয়ে প্রতি বিভাগে ৩ জন করে বিজয়ী নির্বাচিত হয়।
পুশাবের আইসিটি ও প্রচার সম্পাদক নওরোজ সাদমান চৌধুরী অসীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আজাদ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত কুমার অধিকারী, বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ও বোচাগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মাহাবুব আলম, পুশাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েল সহ পুশাবের অন্যান্য নেতৃবৃন্দ। সমাপনি বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন পুশাবের সভাপতি মো:সাব্বির মাহমুদ শুভ।