আগামীকাল রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্থগিত থাকা সাংগঠনিক কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি।এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। বিশ্বব্যাপী করোনা মহামারী (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।আগামী ১৬ জুলাই থেকে স্বাস্থ্যসুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম স্বল্প পরিসরে চালু করা হবে।
তিনি আরো বলেন,বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ে নতুন করে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। দলীয় সুত্রে এমনটাই জানা গেছে। যদিও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনের কাজ চলছে।