মোহাম্মাদ আলী,মোংলা প্রতিনিধি।
সারাদেশে মতন বাগেরহাটের মোংলায়ও জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিতো হয়েছে। (১২ ডিসেম্বার) শনিবার সকাল ১১ টায় মোংলার উপজেলা কার্যালয়ে সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিতো হয়।প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজ বংশী, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু হুরায়রা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন আমার পিতার হাত যদি কেউ ভেঙ্গে দেয় সেটি যেমন ব্যাথা জাতির পিতার হাত ভেঙ্গে দিয়েছে আমাদের ঠিক সেই একই রকমের ব্যাথা।এরকম দুষ্কৃতি কারীদের বাংলার মাটিতে ঠাই হবে না।