মো.ইদুল ফিতর,নরসিংদী প্রতিনিধি:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে নির্মিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধুর তর্জনী ভাস্কর্য’। বেদীর চারপাশে থাকছে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের ধারণকৃত ম্যুরাল। প্রায় ৪১ ফুটের এই তর্জনী ভাস্কর্যের চারপাশে আরো থাকছে রং বেরং এর অত্যাধুনিক লাইটিং, টাইলস মার্বেল পাথরের কারুকাজ। এই বিশাল বঙ্গবন্ধুর তর্জনী এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও দৃশ্যমান হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যে তর্জনীটি এনে বসানো হয়েছে এবং চারপাশের কাজ চলছে দ্রুতগতিতে। তর্জনীটি বসানোর পর থেকেই প্রতিদিন শতশত লোক ভিড় জমাচ্ছে তর্জনীটি দেখার জন্য।
ভাস্কর্যটি নির্মাণের উদ্যোক্তা নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, জাতির পিতার সম্মানার্থে এবং নরসিংদীর নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়াসেই, ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করি এ শিল্পকর্মটি একটি মাইলফলক হয়ে থাকবে। এখনো ভাস্কর্যের কাজ পুরোপুরি শেষ হয়নি, আশা করছি অতি শীঘ্রই সম্পন্ন হবে।
ভাস্কর্য নির্মাণ শিল্পী, সাবেক ছাত্রলীগ নেতা ভাস্কর অলি মাহমুদ বলেন, মূল ভাস্কর্যটি বঙ্গবন্ধুর তেজদীপ্ত তর্জনীর প্রকাশ পেয়েছে। একটি তর্জনী, একটি নির্দেশ, একটি যুদ্ধ, একটি জাতির মুক্তি। এই তর্জনী নতুন প্রজন্মের নিকট আর একটি নতুন স্বপ্ন। আজ থেকে ১১ মাস আগে কাজ শুরু করেছিলাম। এখনো সৌন্দর্য বর্ধনের কাজ পুরোটাই বাকি আছে। একজন শিল্পী হিসেবে পৌর মেয়র কামরুল ভাইকে ধন্যবাদ জানাই এ মহতি উদ্যোগটি নেয়ার জন্য। আশা করি খুব দ্রুত পুরো কাজ শেষ করে নরসিংদীবাসীকে উপহার দিতে পারবো।
প্রসঙ্গত, নরসিংদী পৌরসভার আওতায় সাহেপ্রতাপ বাসস্ট্যান্ডে নির্মিত এই ভাস্কর্যটি নির্মাণ করছে নরসিংদী পৌরসভা। তবে এর মূল পরিকল্পনা করেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।