বগুড়ায় অবৈধভাবে মসলা প্রক্রিয়াকরণ,প্যাকেটে বিক্রয় মূল্য উল্লেখ না করাসহ বিভিন্ন অপরাধে এক ব্যবসায়ীকে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে উপজেলার চেলোপাড়া এলাকার জগদীশ প্রসাদের মসলার গোডাউনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা।