মোঃ রনি, ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ০৫ নং (পূর্ব) গুপ্টী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের, মানুরী গ্রামের একটি মানবিক ও সামাজিক সংগঠন মানুরী প্রবাসী ফ্রন্ট এর উদ্যোগে আজ ১১ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, সকাল ১০:০০ ঘটিকায় ফকির বাজার এলাকার গরিব অসহায় ও দুঃস্থ লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জনাব আব্দুর রব বৈদ্দ, জনাব গাজী আলামিন হোসেন নোমান, এবং জনাবগাজী শাহরিয়ার শামীম, জনাব মোহন ব্যাপারি এবং জনাব নাহিদ হাছান মুন্সি এবং স্থানীয় সাংবাদিক বিন্দু।
একটি মানবিক ও সামাজিক সংগঠন মানুরী প্রবাসী ফ্রন্ট থেকে আজ এলাকার গরিব অসহায় মানুষ, সেলিম, আব্দুল মজিদ, ফারুক, জহির, শাজাহান, বাবুল মজুমদার, ইব্রাহিম মজুমদার, আব্দুল রশিদ সহ আরো নাম জানা অজানা ৫০ জন গরিব অসহায় ও দুঃস্থ লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।