ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় লক্ষিপুর গ্রামের এক প্রবাসীর ৫ একর মৎস্য খামারে রাতের আধারে বিষ প্রয়োগ করে। প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।
ঘটনাটি ঘটে আজ ৯ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে বুধবার সকালে উপজেলার ৩ নং সুবিদপুর (পূর্ব) ইউপির লক্ষিপুর (উত্তর) গ্রামের ঢালী বাড়ি ও বেপারি বাড়ির মাঝামাঝি স্থানে প্রবাসী হারুনের মৎস্য খামারে।
জানা যায়, মৎস্য খামারের তত্ত্বাবধায়ক মোঃ শাহাদাত হোসেন, প্রতিরাতের মতো গত মঙ্গলবার রাতে আড়াইটা পর্যন্ত মৎস্য খামার পাহারা দেয়। সকাল বেলায় শুনতে পায় খামারে মাছ ভাসছে। দ্রুত মরা মাছ জাল টেনে উদ্ধার করে। স্থায়ীভাবে কিছু মাছ বিক্রি করলেও অবশিষ্ট মাছ মাটিতে পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে ইউপির চেয়ারম্যান মাওলানা শারাফতউল্ল্যা ও সাবেক ইউপি সদস্য মো: খোকন সহ এলাকাবাসী মৎস্য খামারে ভিড় জমায়
প্রবাসী মোঃ হারুন হোসেনের স্ত্রী বলেন, তার স্বামী করোনার আগে দেশে এসে কোনো উপায় না পেয়ে মৎস্য চাষ শুরু করেন। কিন্তু কে বা কারা শত্রু বসত মৎসর প্রজেক্টের মধ্যে বিষ প্রয়োগ করেন। এতে করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়। আমরা প্রশাসনের সাথে বিচার চেয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।