মোঃ রনি ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আজ ( ৫ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে) বৃহস্পতিবার আবারও সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ১ জন।
জানা যায়, আজ বিকেলে মিলন নামের ব্যাক্তি সাইকেল যোগে কালিবাজারের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে ফরিদগঞ্জের বাসস্ট্যান্ডের মোড়ে দ্রুত গতির পিকআপ ভ্যান মিলনের সাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আরো জানা যায়, মিলনের বাড়ি ফরিদগঞ্জের কাটাখালী গ্রামে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শহীদ হোসেন বলেন, দূর্ঘটনায় স্থান থেকে পিকআপ টি উদ্ধার করা হয়েছে। ড্রাইভার পালাতক এখনো পর্যন্ত কোন অভিযোগ আসে নাই।