চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুপসা বাজারে ১৩ নভেম্বর শুক্রবার বিকালে স্বেচ্ছাসেবি সংগঠন বিডি ক্লিন তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম করে । বিডি ক্লিনের ফরিদগঞ্জ উপজেলা সদস্যরা রুপসা বাজার সংলগ্ন জমিদার বাড়ীর গেইটের সামনে থেকে চৌধুরী প্লাজা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ।
এ ব্যাপারে বিডি ক্লিন সদস্য পারভেজ মোশারফ বলেন- সমগ্র বাংলাদেশের মতো ফরিদগঞ্জ উপজেলাতেও বিডি ক্লিনের কার্যক্রম শুরু হয়েছে । এবং প্রতি শুক্রবার আমরা ফরিদগঞ্জ উপজেলার একটি স্থান নির্ধারন করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করি।
রুপসা বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রম ফরিদগঞ্জে আমাদের ৫ম পরিচ্ছন্নতা কার্যক্রম। রুপসা বাজারে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন রুপসা বাজার কমিটির সভাপতি এবং বিত্রনপি নেতা ফারুক খান এবং আওয়ীমলীগ নেতা সুমন আহম্মেদ ।
( প্রতিবেদক :পারভেজ মোশারফ )