ফরিদগঞ্জ প্রতিনিধি:
ক্রিকেট বিশ্বে সব দেশই অগ্রগতি আসছে, আনন্দ আর উল্লাসে তে দেশের মানুষ হাসছে। চাঁদপুরের ফরিদগঞ্জে মানুরীতে চলছে রমরমা আইপিএল জুয়া অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫ নং পূর্ব গুপ্টি ইউপির ৮নং ওয়ার্ডের মানুরী গ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই মানুরী এলাকার মানুরী ঠাকুর বাড়ীর দোকানের কাছে এবং ফকির বাজার— গল্লাক সড়কে কামাল ষ্টোরে, আইপিএল নিয়ে জুয়া খেলা চলতে দেখা যায়। এছাড়াও মানুরী গ্রামের অলিতে গলিতে, রাস্তাঘাটে, দোকানে সন্ধ্যার পর থেকে যেন শুরু হয় তাদের মগের মুল্লুকে বিচরণ জুয়া খেলা।
সেখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে। অনেকে বিনোদনের জন্য খেলা দেখে আবার অনেকে জুয়া নিয়ে ব্যস্ত থাকে। এই জুয়া মূলত ১৫ থেকে ৩৫ বছরের যুবকেরাই বেশি খেলে থাকে। ( ২০০-৫০০) টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার জুয়া ধরা হয়, বিশেষ করে যদি দুর্বল কোনো দলের সঙ্গে শক্তিশালী কোনো দলের খেলা থাকে তাহলে দুর্বল দলের জন্য (৩ থেকে ৪ গুন ) পর্যন্ত টাকার লোভনীয় অফার দেওয়া হয়। অনেক তরুণ এই ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়ে। জুয়া খেলার টাকা সংগ্রহ করতে অনেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে অশান্তি দেখা দেয়। সামাজিক অবক্ষয় সর্বনিম্ন স্তরে চলে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সব ঘটনা যেনেও অথচ প্রতিকারের কোনো চেষ্টা তারা করে না। সব মিলিয়ে এখানকার মানুষ এখন প্রায় সবসময়ই একটা আতঙ্ক অনুভব করে। এমতাবস্থায় জুয়াড়িদের হাত থেকে মানুরীর এলাকাবাসীকে রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি।