মোঃ রনি, ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
জায়গায় জায়গায় ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি দিয়ে পার হওয়া অনেক কষ্টকর। তাই কোথাও কোথাও নেমে হেঁটে যেতে হয়।এ অবস্থায় যানবাহন একসাথে দুটো পার হতে না পারায় সৃষ্টি হয় যানজটের। এই চিত্র, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ফকির বাজার নব-নির্মিত ব্রীজের বাইপাস সড়কের।
রাস্তা-ঘাটের করুন অবস্থা হওয়ায় এলাকার সকলকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।রাস্তা-ঘাটের দুরবস্থায় জনমনে অসন্তোষ। উল্লেখযোগ্য, রাতের বেলা এ রাস্তায় আলো না থাকায় অনেক সময় ভাঙ্গা বা গর্ত দেখা যায় না। এ কারণে নানা দূর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
এমতাবস্থায় রাস্তাটির সংস্কার কাজ খুবই জরুরি হয়ে পড়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছে, রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হলে ভোগান্তি থেকে রক্ষা পাবে হাজার হাজার মানুষ। এ ব্যাপারে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।