লিভিশনের সব থেকে বেশি চর্চিত শো বিগ বস ৷ প্রতিবারের মত এবারও বিগ বসের সঞ্চালনায় দায়িত্বে থাকবেন সলমন খান ৷ বিগ বস ১৪-র প্রোমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ এই শোয়ের প্রোমো রিলিজ হলেও প্রতিযোগীদের নাম জানা যায়নি এখনও ৷ বিগ বস ১৪ নিয়ে নানান ধরনের আলোচনা আর থেমে নেই ৷ সব থেকে বড় বিষয় জানতে পারা গিয়েছে এই সিজিনে সলমন খান তাঁর পারিশ্রমিক বাবদ একটি মোটা অঙ্কের টাকা দাবি করেছেন ৷ জানতে পারা গিয়েছে তিনি এত বড় অঙ্কের টাকা দাবি করেছেন যে সেটি যে কোনও বক্স অফিসের রোজগারের সমান ৷
বিগ বস ১৪-এর প্রতিযোগীদের তালিকা থেকে জাঁকজমক পূর্ণ সেট এই সব বিষয়েই সবিস্তারে জানতে দর্শকেরা সব সময়েই উৎসুক থাকেন ৷ বিগ বসের এই সিজনটি সঞ্চালনা করতে পারিশ্রমিক হিসাবে ২৫০ কোটি টাকা চার্জ করতে চলেছেন ৷ জানতে পারা গিয়েছে ছোট পর্দায় সব থেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন একমাত্র সলমন খানই ৷ বিগ বস ১৪-এর জন্য সলমন খান ২৫০ কোটি টাকা দেওয়া হতে পারে ৷ সপ্তাহে একদিন শ্যুটিং করবেন তিনি ৷ একদিনে দুটি পর্ব শ্যুট হবে ৷
১২ সপ্তাহের বিগ বসে প্রতিদিন শ্যুট বাবাদ ২০.৫০ কোটি টাকা পাওয়া যাবে, এর অধীনে চুক্তি থাকবে যে চ্যানেলের বেশ কিছু অনুষ্ঠান যেমন অ্যাওয়ার্ড শোতে যেতে হবে ৷ শোনা যাচ্ছে এবার বিগ বসের ঘর মুম্বইয়ের ফিল্ম সিটিতে ৷ সেটের কাজ বৃষ্টিপাতের জন্য বিঘ্নিত হচ্ছে ৷ অনুমান করা হচ্ছে অক্টোবর থেকেই টিভিতে সম্প্রচারিত হবে বিগ