ই-পাসপোর্ট সেবা পরিধি আগামী ১লা সেপ্টেম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাসপোর্ট অধিদফতর। করোনা মহামারীর কারনে দীর্ঘদিন থেকেই খুবই সীমিত নতুন পাসপোর্ট পাচ্ছেন আবেদনকারীরা। এখন পর্যন্ত ঢাকাসহ পাসপোর্ট অধিদফতরের বিভিন্ন আঞ্চলিক অফিসে নতুন পাসপোর্টের জন্য দুই লাখেরও বেশি আবেদন জমা পড়ে আছে। পাসপোর্ট অধিদফতর পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা যায়, দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত ২৩শে মার্চ থেকে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণের সব ধরনের কাজ বন্ধ করে দেয় পাসপোর্ট অধিদপ্তর। এরপর ৩১, মে থেকে সীমিত আকারে অফিস কার্যক্রম চালুর পর শুধু রি-ইস্যু পাসপোর্ট বিতরণ শুরু করা হয় যা এখনো চলছে।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নতুন ও রি-ইস্যু পাসপোর্টের নিবন্ধন কার্যক্রম সীমিত পরিসরে মোট সক্ষমতার ৪০ ভাগ সেবা চালু করা হবে বলে জানান পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এই সেবার মান বাড়ানো হবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আবেদনকারীদের মধ্যে ইতোমধ্যে যাদের ছবি ও হাতের ছাপ নেয়ার জন্য অ্যাপয়েনমেন্ট দেয়া হয়েছে তারা ১লা সেপ্টেম্বর থেকে ১০সেপ্টেম্বর পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে অ্যাপয়েনমেন্ট করতে পারবেন। এছাড়া ১লা সেপ্টেম্বর থেকে নতুন ও পুরাতন আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনকারীদের জন্য ১১ই সেপ্টেম্বর থেকে অনলাইনে বুকিং দেয়া শুরু করা হবে।
সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে অবশিষ্ট ২৫টি রিজিওনাল পাসপোর্ট অফিসে (আরপিও) ধাপে ধাপে (প্রতি সপ্তাহে পাঁচটি করে) ই-পাসপোর্ট সেবা চালু করা হবে।
১৪ই সেপ্টেম্বর থেকে প্রথম দফায় গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নোয়াখালী ও ফেনীতে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হবে।
দ্বিতীয় দফায় মুন্সীগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে চালু করা হবে।
তৃতীয় দফায় যশোর, খুলনা, কুমিল্লা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়ায় চালু করা হবে।
চতুর্থ দফায় চট্টগ্রামের চাদগাঁও, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, বগুড়া ও রংপুরে এবং পঞ্চম দফায় দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট, বরিশাল ও পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করা হবে।
এক কর্মকর্তারা সূত্রে জানা যায়, নতুন পাসপোর্টের আবেদন জমা নেয়ার ক্ষেত্রে পাসপোর্ট অধিদফতরের কর্মীদের কাছাকাছি বসিয়ে আবেদনকারীর আঙুলের ছাপ এবং ছবি তুলতে হতো। এক্ষেত্রে যে কেউ আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিলো,সেজন্য এতদিন এ কার্যক্রম বন্ধ ছিলো। তবে ১লা সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এটা করা হবে।