নভেল করোনায় আক্রান্ত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার তার রিপোর্টে করোনা পজিটিভ আসে বলে জানা যায়। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাহেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়, এম এ মান্নানের করোনা পজিটিভ হলেও তাঁর তেমন কোন শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ সাড় ১২ টায় তিনি সিএমএইচ-এ ভর্তি হন। রোগ মুক্তির জন্য মন্ত্রী সবার নিকট দোয়া চেয়েছেন।