নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মূল হোতা দেলোয়ারের আরো মাঈনউদ্দিন শাহেদ নামে এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ নিয়ে ঘটনার মূল হোতা দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদলসহ ১০ জনকে গ্রেপ্তার করা হলো। জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে দেলোয়ারের সহযোগী শাহেদকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।