বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে ২৯ অক্টোবর।জুয়ারিদের ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়ে রাজি হয়নি সাকিব। কিন্তু সাকিব বিষয়টি আকসুকে না জানানোর অপরাধে সাকিবের উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। যেদিন থেকে সাকিবের নিষেধাজ্ঞা শেষ ওই দিন থেকেই দেশসেরা এই ক্রিকেটার জাতীয় দলে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার সংবাদমাধ্যমকে এমন তথ্য জানান বিসিবি প্রধান পাপন।
সেপ্টেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজ শুরু হবে অক্টোবর , সে লক্ষ্যেই আগামী মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে শুরু হবে প্রস্তুতি। তিনটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। যদিও টি-টোয়েন্টি সিরিজ না হওয়ার সম্ভবনা বেশি। তবে বাংলাদেশ দলের এ সফরেই খেলতে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে।