মো.ইদুল ফিতর,নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিবপুর উপজেলার ইটাখোলা মোড় এবং কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারি কমিশার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক এসময় রাস্তা বেদখল করে যানজট সৃষ্টি করায়, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, মাস্ক পরিধান না করার অপরাধে কয়েকটি গণপরিবহন চালককে ও মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ও দ-বিধিসহ কয়েকটি আইনে বিভিন্ন আইনে অর্থদন্ড দেয়া হয়।
এছাড়াও বর্তমান করনো পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ জনগণকে সচেতন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার একটি টিম সাথে সহযোগিতা করেছেন। যানজট নিরসনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে।