মো.ইদুল ফিতর, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে প্রবীন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভুঁইয়া কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুরে বাধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরণ।
উল্লেখ্য দাফন কারার আগে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবিরুল ইসলাম খান, ওসি (তদন্ত) আবুল কালাম নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।