মো.ইদুল ফিতর, নরসিংদী প্রতিনিধি: আজ (১৭ই সেপ্টেম্বর) নরসিংদীর শিবপুরে জাতীয় সাহিত্য সংস্কৃতিক নাগরিক সংগঠন উন্মোচন সাহিত্য পরিষদ’র শিবপুর উপজেলাধীন বাঘাব ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও প্রীতি আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিহ ছিলেন বাংলাদেশ তরুণলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শহীদ জয়নাল চেয়ারম্যান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডৌকারচর ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা মিজান, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় স্বেচ্ছাসেবক কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহান জুনায়েদ, আদিয়াবাদ আদর্শ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সোহরাফ হোসেন অপু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মোচন সাহিত্য পরিষদ’র স্থায়ী কমিটির সদস্য সাইফুল ইসলাম মুন্না, শিবপুর উপজেলা কমিটির সমন্বয়ক মোঃ ওমর ফারুক, ডৌকারচর ইউনিয়ন শাখার সমন্বয়ক মোঃ নীল মিয়া। বাঘাব ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সুমন মোল্লা’র সঞ্চালনায় ও ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হারিস মোল্লার সভাপত্বিতে স্থানীয় সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ, এ সময় উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন উন্মোচন সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা মাহবুব আলম, আয়োজন শেষে প্রীতিভোজ করা হয়।