মো.ইদুল ফিতর, নরসিংদী প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) নরসিংদীর শিবপুর উপজেলা ইউনিয়ন ভিত্তিক সমন্বিত কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা সহকারী (ভুমি) কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার জুয়েল, উপজেলা সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আজিজুর রহমান ভুঁইয়া ভুলু মাষ্টার,সাবেক মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার মোতিলিব খান, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, প্রেসক্লাবের আহবায়ক আলম খান,উপজেলা সকল দাপ্তরিক বিভাগের কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে শিশু শিল্পী ইফাদ রাখিল রাতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেল কে নিয়ে দুটি গান পরিবেশন করেন।