মো.ইদুল ফিতর, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানার পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে ইটাখোলা গাজীপুর রোডের পাশে মুনসেফেরচর গ্রামের সোহরাব মোল্লার পুকুর পাড়ের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার এসআই ইমরান হোসেন জানান, মুনসেফের চর এলাকায় সোহরাব মোল্লার পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা শিবপুর মডেল থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশটির পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি আত্মহত্যা করেছে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।