এসএম তারুণ্য নাহিদ,রায়পুরা উপজেলা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় মির্জাপুর ইউনিয়নের মধ্য পাড়ায় জমানো পানিতে ডুবে সামির আহমেদ অপু (৯)নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে ।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মধ্য পাড়ার মো. লাল মিয়ার ছেলে অপুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। লাল মিয়ার ২ ছেলে ১ মেয়ের মধ্যে অপু সবার ছোট ছিলো। অপুর সাথে খেলতে যাওয়া বন্ধু ইউসুফ (৮) জানায়, অপু, বাদশা ( ৫), শুভ (৬) ও জুবাঈদ (৯) এ চারজন মিলে সেখানে জমা পানিতে খেলতে যায়। জমির পাড় হতে নিচ পর্যন্ত তারা পিচ্ছিল খেয়ে নিচে নামতো। খেলার এক পর্যায়ে অপু পিচ্ছিল খেয়ে দূরে জমা পানিতে ডুবে যায়, আর উঠেনি। ডাকা ডাকি শুরু করি, পরে অনেকে দোড়ে এসে পানির নিছ থেকে উদ্ধার করে ।
অপুর বড় ভাই দিপু জানান, সকালের খাবার খেয়ে অপু বন্ধুদের নিয়ে বাড়ির সামনের জমিতে খেলতে যায়। সেখানে পাড় তৈরি করে ড্রেজারের মাধ্যমে বালি ভারাটের কাজ করাচ্ছিলেন মো. মিজানুর রহমান হাজারী। ড্রেজারে আসা পানি ও বৃষ্টির পানি জমে জমিতে প্রায় ৩ফুট উঁচু হয়। খেলার ছলে অপু পাড় হতে পিছলে নিচে নামার পর সেখানে ডুবে যায়। খেলার সাথীদের কাছ থেকে শুনে বাড়ির লোকজন গিয়ে অপুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে রায়পুরা থানার এস.আই মো. ফরিদ শেখ ও মির্জপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুল্লাহ ভুইঁয়া ঘটনাস্থলে আসেন। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এস.আই মো. ফরিদ শেখ।