মো.ইদুল ফিতর, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী পলাশের গজারিয়া ইউনিয়নের বাংলাদেশ ছাত্র লীগ পলাশ উপজেলা গজারিয়া ইউনিয়নের ছাত্র লীগের নেতাকর্মীদের সাথে ( ২৬ অক্টোবর) সোমবার সন্ধ্যায় পলাশ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন নরসিংদী ২ থেকে নির্বাচিত মাননীয় সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক শরিফ , নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি।
পলাশ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমীন স্বপন ও এস এম আরিফ সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী।