মোঃ ইদুল ফিতর,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাবাসসুম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত তাবাসসুম ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেকের তোফাজ্জল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল প্রায় ৫ টার দিকে পাঁদোনার দিক থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী ট্রাক ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির পূর্বপাশে গরুর হাট সংলগ্ন রাস্তায় পৌঁছালে তাবাসসুম নামে এক শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মনোয়ার জানান, খবর পেয়ে ট্রাকটি আটক করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।