মো.ইদুল ফিতর,(নরসিংদী প্রতিনিধি): সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনার “সুস্থ পৃথিবী চাই” গত বৃহস্পতিবার(১৫ অক্টোবর) নরসিংদীর সামাজিক সেবা মূলক সংগঠন অনির্বাণ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, প্রধান আলোচক ছিলেন নবধারা শিক্ষা পরিবার এর চেয়ারম্যান ও অনির্বাণ এর উপদেষ্টা মোতাহার হোসেন অনিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল নরসিংদীর সভাপতি কামরুন নেছা ও হাতের সুন্দর লেখা প্রশিক্ষণ একাডেমি ‘থ্রী ফিঙ্গারস’ নরসিংদীর প্রিন্সিপাল কাজী মোস্তাক হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি ও উপস্থিত বক্তরা বলেন, নৈতিকতা বিবর্জিত এলাকায় সামাজিক অবক্ষয় সবচেয়ে বেশী। অনেক ক্ষেত্রেই নৈতিকতার অনুপস্থিতির কারণে এ অবক্ষয় দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই নিজেদেরকে এবং সমাজকে এই অবক্ষয় থেকে রক্ষা করতে অনির্বাণ এর আজকের এই আয়োজন ।
সেমিনার শেষে অনির্বাণ এর সদস্যদের সামাজিক অবক্ষয় রোধে নিজেদেরকে সর্বদা প্রস্তুত ও সচেতন থাকার জন্য শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।