মো.ইদুল ফিতর,নরসিংদী প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নরসিংদীর পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এক গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা । আজ বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ হত্যাকান্ড ঘটে। নিহত রাসেল মৃধা (৩৫) শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।
নিহতের ভাই তারেক জানিয়েছেন,গত ১৭ বছর যাবৎ নিহত রাসেল মিধার সাথে একই এলাকার বেলায়েতদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দন্ধ চলে আসছিল। এনিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। মামলা মোকাদমা ও দন্ধের জের ধরে প্রতিপক্ষরা নিহত রাসেলের পিছু নেয়। এরই মধ্যে আজ বুধবার সন্ধার পর নিহত রাসেল প্রাইভেট টিউশন করাতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় আসে। প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফেরর পথে ইউএমসি জুট মিল এলকায় প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন,জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ভারে জানাগেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং মামলা গ্রহনের প্রস্তুতি নেয়া হচ্ছে।