মো.ইদুল ফিতর, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ছেলের ঝগড়া মেটাতে গিয়ে রবিউল্লাহ (৪৫) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কামারগাও বালুরমাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিউল্লাহ’র পুত্র সজীবের সাথে একই এলাকার রোহানের কথা কাটাকাটি হয়। এসময় সজিবের পিতা রবিউল্লাহ এগিয়ে এসে দুজনকে মিলিয়ে দেয়।
পরে বাড়ি ফেরার পথে রোহান ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে রবিউল্লাহকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী রবিউল্লাহকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়েই এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনায় জড়িত রোহানকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।