মো.ইদুল ফিতর,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি)’র অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এসআই তাপস কান্তি রায় ও মাহমুদুল হাসান মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৩ টায় পাচঁদোনা মোড় হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হুমায়ুন (২৫), তন্ময় (২৫) কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে এবং এসআই মাহমুদুল হাসান মাধবদী থানাধীন আসমান্দীরচর হতে ২: টায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (২৭), কাউয়ুম বাবু (৩০), লালন মিয়া ( ২৫), আরমান সরকার ( ৪০) কে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ।
মোট ইয়াবা উদ্ধার হয় ৭৬০ পিস, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,২৮,০০০/= টাকা। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে মাধবদী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।