মো.ইদুল ফিতর, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই তাপস কান্তি রায়, এসআই নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ীকে ২৭০ পিস ইয়াবা সহ গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে গ্রেফতার করেন।
এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া (বকুলতলা) সাইদুর ষ্টোরের সামনে হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, সাজ্জাদ (২৩) সুজন (২০), জাকির হোসেন (২১) জুয়েল (২০) কে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন হাজীপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী, ফয়সাল মিয়া (২৯), কে ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ২৭০ (দুইশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট মূল্য ৮১,০০০/=(একাশি হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী সাজ্জাদের বিরুদ্ধে ইতোপূর্বে ০৯ টা মাদক মামলা, আসামী সুজনের বিরুদ্ধে ইতোপূর্বে ০৩ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।