ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনির অবসরের রেশ কাটতে না কাটতেই দলে আরও এক ছন্দপতন। ধোনির মতো রায়নাও সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে,আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘মাহি ভাই তোমার সঙ্গে খেলা মুহূর্তগুলো ছিল অসাধারণ। বুকভরা গর্ব নিয়ে তোমার সঙ্গে অবসরের ঘোষণা দিলাম আমিও। ভারতকে ধন্যবাদ।
২০১১ বিশ্বকাপ-জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সুরেশ রায়না, ভারতীয় ক্রিকেট দলে তার অভিষেক হয়েছিল ২০০৫ সালের ৩০ জুলাই। দাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ানডেতে, যদিও তিনি অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হন। তবে পরবর্তী সময়ে ব্যর্থতাকে পিছনে ফেলে হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম সফল হোয়াইট-বল ক্রিকেটার। ভারতীয় প্রথম ক্রিকেটার হিসাবে রায়নাই তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।
বিদায়ের আগে ভারতের হয়ে তিনি ২২৬টি ওয়ানডে খেলেন। তাঁর মোট সংগ্রহ ৫৬১৫ রান। টেস্ট ক্রিকেটে তিনি অবশ্য সে ভাবে সাফল্য পাননি। ১৯টি টেস্ট থেকে তাঁর সংগ্রহ ৭৬৮ রান। এছাড়া দেশের হয়ে ৭৮টি টি-২০ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ১,৬০৫ রান।