ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনুর বিরুদ্ধে মামলার বাদী ও ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসা. কামরুন্নাহারের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়। এর মধ্য দিয়ে মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে একজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আসামি মজনুর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রবিউল ইসলাম রবি জেরা করেন মজনুকে। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। এর আগে আসামি মজনুকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত ৯ জানুয়ারি মজনুর সাত দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে গত ১৬ জানুয়ারি ধর্ষণের ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয় সে। বর্তমানে মজনু কারাগারে রয়েছে। গত ৬ জানুয়ারি ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। রাজধানীর কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত ব্যক্তি অনুসরণ করে। মাঝপথে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি রিকশায় বান্ধবীর বাসায় যান। সেখান থেকে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।