মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন (এইচ আর এম ও) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. ইমতিয়াজ কামরান তালুকদার এর সঞ্চালনায় ও সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. হানিফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ মাসুম, মো. আবুল হারিস। সিলেট জেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রীতি কুসুম মিত্র, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক শাহেদ আহমদ বাদশা, অফিস সম্পাদক রহিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আরিফ হোসেন, মোহাম্মদ লায়েজ আহমদ, মো. সাহেদ,মো.কামাল হোসেন, নারী উদ্যোক্তা মোছা.জিন্নাত লিসা, নারী উদ্যোক্তা আনজুমা ফারহানা মিম প্রমুখ।
উক্ত মানববন্ধনে সভাপতির বক্তব্যে মো. আরিফুর রহমান বলেন, শাহজালাল (রঃ), শাহপরাণ (রঃ) এর পুন্যভূমি যারা কলঙ্কিত করেছে, সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ১২৮ বছরের ঐতিহ্য যারা কলঙ্কিত করেছে, তাদের কে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। ইতিমধ্যে ধর্ষকদের কে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। সিলেট কোর্টে ধর্ষণকারীদের পক্ষে কোন আইনজীবী না দাঁড়ানো তে সিলেট আইনজীবী সমিতির সকল সদস্যদের কে অভিনন্দন জানান।