সম্প্রতি দেশে একের পর এক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রোববার দুপুর দেড়টা থেকে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করে। এতে মতিঝিল শাপলা চত্বর হয়ে সব দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তারা শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের সামনে বিভিন্ন প্লাকার্ড ও প্রতিবাদী পেস্টুন নিয়ে রাস্তায় বসে পড়েছে। এতে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।
জানাযায়, ধর্ষকদের বিচারের দাবিতে মতিঝিল আইডিয়াল কলেজ ও মতিঝিল বয়েজ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়কে নেমে অবরোধ করে রাখে। তারা ‘ধর্ষণবিরোধী আন্দোলন’ ব্যানার নিয়ে বিক্ষোভ করছে। ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে,ধর্ষকদের বিরুদ্ধে লড়তে হবে একসঙ্গে’, ‘প্রীতিলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’- এমন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন এসব শিক্ষার্থীরা।