গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৯৯৬২৮ জন এবং মৃত্যুবরন করেছেন ৪০২৮ জন। দিন দিন মৃত্যুর মিছিল বেড়েই চলছে,এ মিছিল কোথায় গিয়ে থামে তা এখন দেখার বিষয়।
দেশে মোট ৯১টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৩টি নমুনা। এর আগের দিন ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি নমুনা।