সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী এবার সামাজিক যোগাযো গমাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে মামলা করেছেন। গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ।
বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাবির এক শিক্ষার্থী ধর্ষণে সহযোগীতার অভিযোগে থানায় দায়ের করা মামলায় ঢাকসুর সাবেক ভিপি নুরু সহ অন্যরা হলেব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় সাইবার বুলিংয়ের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মানহানিকর এবং অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি করে আসছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এ ব্যাপারে ওই ছাত্রী আইনি ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি জানান।