ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের মামলার মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মহিলা ও শিশু নির্যাতন দমন ৭ম ট্রাইব্যুনালের বিচারপতি বেগম মোসাম্মৎ কামরুন্নাহার একটি ভার্চুয়াল আদালতে আজ দুপুরে এই আদেশ দেন।
এই মামলায় গ্রেপ্তার হয়ে আসামি মনজু বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। আজ তাকে শুনানির জন্য কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। তাঁর পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও মজনু ভার্চ্যুয়ালি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। গত ১৬ আগস্ট মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ঠিক করেন আদালত।