ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ’র মেয়াদ তিন বছর করে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ নিষ্কাশন ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮ (২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খান-কে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থ্যাৎ ১৪ অক্টোবর থেকে তিন বছরের জন্য ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুন:নিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ড সভায় এমডি হিসেবে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ করা হয়। এই সুপারিশ পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগে। স্থানীয় সরকার বিভাগ থেকে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।