রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ায় একটি লাইটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কোনাপাড়া মাতুয়াইলের ১০তলা পাশা টাওয়ারের ষষ্ঠতলায় একটি লাইটের গোডাউন অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।