রাজধানীর কারওরান বাজারে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি গমনে ইচ্ছুক কর্মীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা থেকে হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রবাসীরা।
এর আগে গত (২৪ সেপ্টেম্বর) টিকিট প্রত্যাশীদের টোকেনের মাধ্যমে টিকিট দেওয়া হবে বলে জানানো হয়, ২৪ (সেপ্টেম্বর) ১ থেকে ৫০০ নম্বর পর্যন্ত,২৫ (সেপ্টেম্বর) শুক্রবার ৫০১ থেকে ৮৫০, ২৬ (সেপ্টেম্বর) শনিবার ৮৫১ থেকে ১২০০, ২৭ (সেপ্টেম্বর) রবিবার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে। এবং যারা টোকেন সংগ্রহ করতে পাননি, তাদের ২৯ (সেপ্টেম্বর) যোগাযোগ করতে বলা হয়।
সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টোকেন সংগ্রহের জন্য সড়ক অবরোধের ফলে কারওরান বাজার ও বাংলামোটরের উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে। সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছে প্রবাসীরা। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান।