টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৩ আগস্ট) দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদি হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক জনাব মো. রিয়াজ উদ্দীন।
অভিযোগে বলা হয়েছে, প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকি একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। একই সঙ্গে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করেন।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০১৪ এর ২৬(২) ও ২৭(১), মানিলন্ডরিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) , ১৯৮৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়।