কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া সীমান্তবর্তী জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ৯০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন -২ এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান,এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত শনিবার রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমুড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে বিজিবি সদস্যরা ওমর খল এলাকায় অবস্থান নেন। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ লক্ষ ৯০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১১.৭০ কোটি টাকা।এ ঘটানায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নী। উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ শেষে ধ্বংস করা হবে।